হারিয়ে গেছে নরসিংদির সুস্বাদু মিঠাপানির মাছ

শেয়ার করুন          মেঘনা, শীতলক্ষ্যা, আরিয়াল খা ও ব্রম্মপুত্র এই চার নদী বিধৌত নরসিংদী জেলা। আরও রয়েছে ৯৪ টি বিল ও অসংখ্য খাল দিয়ে পরিবেষ্টিত এই প্রানের জেলাটি। পাহাড়িয়া, কলাগাছিয়া, হাড়িধোয়া, চিনাদী বিলসহ প্রায় সব নদী ও খাল – বিলে একসময় প্রচুর পরিমাণেে দেশিয় প্রজাতির মাছ পাওয়া যেত। নরসিংদীর বড় বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রির পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও সরবরাহ হতো এই মাছ। নদী খাল- বিল দখল করে মাটি ভরাট, শিল্প কারখানার বিষাক্ত বজ্য ফেলা, ফসলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, নাব্যতা নষ্ট হয়ে পানির প্রবাহ কমে যাওয়া ইত্যাদি কারনে এ জেলার … Continue reading হারিয়ে গেছে নরসিংদির সুস্বাদু মিঠাপানির মাছ